সহযোগী এক চোরকে সঙ্গে নিয়ে গিয়ে এলাকায় চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতেনাথে ধরা পড়লো দুই যুবককে, চুরির ঘটনা বন্ধ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা,শাস্তি দিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে-শোরগোল এলাকায়
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২২ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর। সহযোগী একজনকে সঙ্গে নিয়ে গিয়ে পাড়ার মধ্যে সাইকেল চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই যুবক চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা পুরাতন গঙ্গারামপুর এলাকায়। প্রায় বছর দুয়েক ধরে এলাকায় বহু চুরি ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা অভিযোগ করেন। শনিবার ভোরে সাইকেল চুরি করতে গিয়েই এক বাসিন্দা ওই চোরদের ধরে ফেলেন বলে দাবি তাদের। এরপরেই তাকে হাত মুঠো করে বেঁধে শাস্তি দেওয়া হয়। বাসিন্দারা চান, নেশা করা ও জুয়ারুদের জন্যই চুরির ঘটছে এবার তা বন্ধ হোক।পরে পুলিশ গিয়ে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।ঘটনায় ব্যাপক শোরগোল পরেছে এলাকা জুড়ে। গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুর এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে যে, প্রায় বছর দুয়েক ধরে এলাকায় বেশিরভাগ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একাধিকবার গঙ্গারামপুর থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগেও পুরাতন গঙ্গারামপুর এলাকার বাসিন্দা অঞ্জন দেবনাথ তার মাকে নিয়ে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন মালদাতে।তার বাড়ি থেকে ল্যাপটপ চুরি হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ,এলাকার নেশাখোর ও জুয়ারুদের কারণেই একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে।শনিবার কাকভোরে শৌচকর্ম করতে ওঠেন এলাকারই এক বাসিন্দা বিমল চন্দ্র দেবনাথ। তখন তিনি দেখতে পান এলাকারই যুবক সুমিত ওরা তার সাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে ছিল আরো এক যুবকও। চোর চোর বলে চিৎকার করে তিনি গ্রামবাসীদের সজাগ করে বিমল বাবু এলাকারি বাসিন্দা সুমিত ওরাও ও গঙ্গারামপুরের ধোপাদিঘি এলাকার বাসিন্দা সুজিত লোহারকে হাতেনাথে সাইকেল সহ ওই দুজনকে ধরে ফেলে।এরপরে তাদেরকে একটি গাছে বেঁধে এমন কুকর্মের জন্য শাস্তি দেওয়া হয়। হাতেনাতে চোর ধরা পুরাতন গঙ্গারামপুর এলাকার বাসিন্দা বিমানচন্দ্র দেবনাথ, স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস, মুজাফফর মন্ডল ও কয়েকদিন আগে একই এলাকার থেকে ল্যাপটপ চুরি হওয়া যুবক অঞ্জন দেবনাথদের অভিযোগ,বছর দুয়েক ধরে এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে।এদিনও একই ঘটনা ঘটেছে। আমরা চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেক। আমরা এখন রাতে বিড়াল ডাকলেও মনে হয় এই যেন বাড়িতে চুরি হয়ে গেল। আতঙ্কের মধ্যে রয়েছি। ঘটনার খবর পাওয়ার পর এদিন সকালে সেখানে ছুটে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। তারা ওই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।পুলিশ জানিয়েছে,বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারেই তদন্ত করা হবে। একের পর এক এমন চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের পাশাপাশি পুলিশের ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ গঙ্গারামপুর ব্লকের বাসিন্দারাও। তারা চাইছেন, রাত পাহারার ব্যবস্থা আরো বেশি করুক পুলিশ। ঘটনা ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।