চুরির নামে দোকানে তান্ডব চালালো দুষ্কৃতীরা

0
37

একই রাতে পরপর তিনটি দোকানে চুরির নামে তান্ডব চালালো দুষ্কৃতীরা।সাটার ভেঙ্গে চায়ের দোকানে ঢুকে সমস্ত কিছু জিনিস ভাঙচুর করে পালিয়ে যায় চোর।চোখের সামনে দোকানের সমস্ত জিনিস তছনছ দেখে মাথায় হাত পড়েছে গরিব অসহায় চায়ের দোকান মালিকের।শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ২নম্বর অঞ্চলের পুটিমারী ক্যানেল মোড় এলাকায়।খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে দোকান থেকে কোন কিছু জিনিস চুরি না হলেও নষ্ট করে ফেলা হয়েছে খাবারের জিনিস দোকানে থাকা ফ্রিজ মিকচার মেশিন সহ একাধিক জিনিসপত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here