পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ জুলাই— হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে চিটফান্ড কান্ডে প্রতারিত মানুষদের টাকা ফেরতের দাবীতে জোড়ালো আন্দোলন বালুরঘাটে। বৃহস্পতিবার অল বেঙ্গল চিটফান্ড সাফায়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্যরা বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। একইসাথে কেন্দ্র সরকারের এজেন্ট বিরোধী আইনের খসরা লেখা প্ল্যাকার্ড পুড়িয়েও ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।আন্দোলনকারীদের দাবী অবিলম্বে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। এদিন দুপুরে আমানতকারীদের এমন বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৫১২ জাতীয় সড়কের যানচলাচল। যদিও পরে পুলিশ পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

অল বেঙ্গল চিটফান্ড সাফায়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য মনোরঞ্জন বিশ্বাস জানিয়েছেন, টাকা ফেরতের দাবীতে তারা এক সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছেন। তিনি বলেন প্রতারিত মানুষদের স্বার্থে অল বেঙ্গল চিটফান্ড সাফায়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন।