চিকিৎসার টাকাই লুট! কেওয়াইসি’র ফাঁদে পড়ে বালুরঘাটে কৃষকের একাউন্ট থেকে উধাও ২৬ হাজার

0
61

চিকিৎসার টাকাই লুট! কেওয়াইসি’র ফাঁদে পড়ে বালুরঘাটে কৃষকের একাউন্ট থেকে উধাও ২৬ হাজার

বালুরঘাট, ২১ জুলাই —– ফিক্সড ডিপোজিটের সুদের টাকা ছিল একমাত্র ভরসা— বাবার স্নায়ু রোগের চিকিৎসায়। সেই সম্বলই হাওয়া! কেওয়াইসি আপডেটের নাম করে সাইবার প্রতারণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ২৬ হাজার টাকা। অসহায় বালুরঘাটের কৃষক দিলিপ বর্মনের কথায়, ‘‘এখন ধার না করলে বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে।’’

বালুরঘাট ব্লকের অমৃতখন্ডের চকভৃগুরাম গ্রামের কৃষক দিলিপ বর্মন। সংসার চালাতে মাঠে ঘাম ঝরান রোজ। সোমবারও তার অন্যথা হয়নি। মোবাইল বাড়িতে রেখেই ছিলেন। দুপুরে সেই মোবাইলে আসে এক অজানা নম্বরের কল। ফোন ধরেন স্ত্রী জ্যোৎস্না। ওপারে কথিত ‘ব্যাংককর্মী’। জানায়, ‘‘আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না করলে ব্লক হয়ে যাবে। ওটিপি বললেই সব ঠিক।’’

স্ত্রী বুঝে উঠতে না পেরে ওটিপি বলে দেন। আর তাতেই সর্বনাশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দিলিপের মা পূর্ণিমা বর্মনের নামে থাকা অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার ৯৯৯ টাকা মুহূর্তে উধাও। কয়েকদিন আগেই সেই অ্যাকাউন্টে প্রায় ৪০ হাজার টাকা ঢুকেছিল ফিক্সড ডিপোজিটের সুদ বাবদ। তারই একটা বড় অংশ চিকিৎসার জন্য রেখেছিলেন দিলিপ।

বিষয়টি বুঝতেই হন্যে হয়ে ফোন করেন প্রতারকদের নম্বরে। তারা পরিষ্কার অস্বীকার করে। দিলিপ জানাচ্ছেন, ‘‘আমার মায়ের অ্যাকাউন্টে একসঙ্গে ৯ বার ওটিপি আসে। পরে ব্যাংক থেকে ফোন করে জানতে পারি, টাকার লেনদেন হয়েছে। তড়িঘড়ি স্টেটমেন্ট তুলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছি।’’

দিলিপের ক্ষোভ, ‘‘কীভাবে সাইবার প্রতারকেরা ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়? শুধু এই নয়, ওই অ্যাকাউন্টে থাকা ফিক্সড ডিপোজিটও ভাঙার চেষ্টা করেছিল তারা।’’ এখন বাবার চিকিৎসার টাকা জোগাড় করতেই হিমশিম দশা। চাষের আয়ে দিন চলে কোনোমতে। দিলিপের কথায়, ‘‘বাবার চিকিৎসার টাকাটা নিয়েই স্বপ্ন দেখেছিলাম। আজ সেই টাকাই নেই, কীভাবে ওঁর চিকিৎসা করাব বুঝতে পারছি না!’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here