চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ব্যাপক ভাঙচুর চালানো হল একটি বেসরকারি নার্সিংহোমে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়।মৃত প্রসূতির নাম পিংকি খাতুন (২২)। বাড়ি সুজালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন পিংকি। অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।মঙ্গলবার সকালে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনেরা। এরপর নার্সিংহোমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ইসলামপুর থানার আইসি-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা থমথমে। পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর চিকিৎসার গাফিলতি, প্রসূতি মৃত্যুর অভিযোগ! ভাঙচুর ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার একটি বেসরকারি...


























