জলপাইগুড়ি, ২৯, ১২, ২০২১:-বছরের শেষ পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের পালা অব্যাহত রইলো, বুধবার দুপুরে এক সদ্য জাতকের মৃত্যু কে ঘিরে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর, জেলার ডাউকিমারী এলাকার বাসিন্দা মিঠুন দাসের স্ত্রীকে গত সোমবার প্রসূতি বিভাগে ভর্তি করেন , এর পর অস্ত্রোপচার পদ্ধতিতে মিঠুন বাবুর স্ত্রী একটি সন্তান প্রসব করেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই মা এবং সদ্য জাত ভালো আছে এমনটাই বলে আসলেও, বুধবার হটাৎ করে পরিবারের সদস্যদের জানানো হয়, শিশুর অবস্থা সঙ্কটজনক, এবং এর পরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়, পরিবারের সদস্য দের, । এর পরেই চিকিৎসার গাফিলতি অভিযোগ এনে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে মৃত শিশুর পরিবারের সদস্যরা।
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক চিকিৎসক ডাঃ প্রদীপ বর্মা জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছেন, বিস্তারিত খোঁজ নেওয়ার পরই কিছু বলা সম্ভব হবে।