চা শ্রমিকদের সুবিধে অসুবিধের খোঁজ নিতে মাঝেরডাবরি চা বাগানে খেলোব মইয়া কর্মসূচি

0
183

চা শ্রমিকদের সুবিধে অসুবিধের খোঁজ নিতে মাঝেরডাবরি চা বাগানে খেলোব মইয়া কর্মসূচি জেলা প্রশাসনের, উপস্থিত জেলাশাসক

আলিপুরদুয়ারঃ মঙ্গলবার আলিপুরদুয়ার মাঝেরডাবরি চা বাগানে ‘খেলোব মইয়া’ কর্মসূচির আয়োজন করল জেলা প্রশাসন। মূলত বিভিন্ন চা বাগানের শ্রমিকদের সুবিধে অসুবিধের বিষয়ে খোঁজ নিতে এবং তাদের মাঝে সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই কর্মসূচির মধ্যে স্বাস্থ্য পরীক্ষা খেলাধুলার মাধ্যমে চা বাগানের মহিলা এবং শিশুদের সঙ্গে আলাপচারিতায় তাদের নানান রকমের দৈনন্দিন অসুবিধের খোঁজ নিতেই এই উদ্যোগ। পাশাপাশি শিশু পাচার নারী পাচার এমনকি বাল্যবিবাহ এই সমস্ত বিষয়েও চা বাগান শ্রমিকদের সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন চা বাগানের শিশুরা এবং মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নানান ধরনের খেলার মাধ্যমে প্রশাসনের কর্তাদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। চার দিনব্যাপী এই কর্মসূচি চলবে প্রতিটি চা বাগানে। এদিন এই জেলা প্রশাসনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ও এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় লামা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here