তিতাস পাল,জলপাইগুড়ি:-
চা বাগানে হাতির দল ঢুকে পড়ায় চাঞ্চল্য। শনিবার জলপাইগুড়ির মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে শাবক সহ হাতির একটি দল ঢুকে পড়ে। হাতি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। এদিন সকাল থেকেই কুয়াশার দাপট ছিলো।
হাতির দলটি চাপড়ামারি জঙ্গল থেকে বেড়িয়ে ইনডং চা বাগান হয়ে আইভিল মোড় দিয়ে জুরন্তি চা বাগানের দামু লাইনে চলে আসে। সেখান থেকে হাতির দলটি চলে যায় সংলগ্ন শাকাম জঙ্গলে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতির চলে আসায় বাগানের বেশ কিছু চা গাছের ক্ষতি হয়েছে। তবে আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুধু ভিস👇