আলিপুরদুয়ার। চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে শনিবার ও ডুয়ার্সের প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হল । শনিবার সকালে কালচিনি ব্লকের দলসিংপাড়া , মেচপাড়া,চুয়াপাড়া,মালঙ্গী,সাঁতালি,সুভাষিনি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ।
চা বাগানের শ্রমিকদের ১৮ টাকা দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত ২৫ মে থেকে চা বাগানে গেট মিটিং এ সামিল হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ।