আলিপুরদুয়ার: চা বাগানে কাজ করার সময় হঠাৎই এক শ্রমিকের পায়ে থাবা দিয়ে পালাল এক লেপার্ড।ঘটনায় চাঞ্চল্য চুয়াপাড়া চা বাগানে।
আহত শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে লতাবাড়ি হাসপাতালে।তার বা পায়ে আঘাত রয়েছে বলে জানা যায়।চা শ্রমিক বলিরাম মাহালি কালচিনির ভাটপাড়া চা বাগানের বাসিন্দা।চুয়াপাড়া চা বাগানে বিঘা শ্রমিকের কাজ করেন তিনি।এদিন সকালে তিনি কাজে যান।বাগানে স্প্রেয়িং-এর কাজ করছিলেন।
হঠাৎই বেলার দিকে বাগানের ঝোপ থেকে একটি আওয়াজ পান তিনি।তবে সেদিকে না তাকিয়ে নিজের কাজ করছিলেন তিনি।হঠাৎই একটি লেপার্ড চলে আসে।তার পায়ে থাবা বসায়।