চা বাগানের ভিতর একটি সন্তান প্রসব করলো একটি মাদা হাতি।ঘটনাটি শিলিগুড়ি মহকুমার লকশালবাড়ি এলাকার মহাসিংজোতের একটি চা বাগানে।

0
598

শিলিগুড়িঃ-চা বাগানের ভিতর একটি সন্তান প্রসব করলো একটি মাদা হাতি।ঘটনাটি শিলিগুড়ি মহকুমার লকশালবাড়ি এলাকার মহাসিংজোতের একটি চা বাগানে।বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতির আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে একটি মাদা হাতি একটি বাচ্চা প্রসব করেছে।সাথে সাথে বনদপ্তরে খবর দেওয়া হয়।পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে গোটা এলাকা সিজ করে দেয় যাতে জনতার ভিড় হাতটি বা সদ্যজাতকে বিরক্ত না করে।পরে হাটিটি তান সদ্যজাত শাবকে নিয়ে নিজেই বকগডোগরার জঙ্গলে ফিরে যায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বুধবার রাতের দিকে প্রায় ৩০ টি হাতির একটি দল ওই অঞ্চল আসে।দলের হাতিদের মধ্যেই একটি মাদা হাতি সন্তান সম্ভাবনা ছিল।ভোর রাতের দিকে চা বাগানের একটি শাবকের জন্ম দেয় সে।দলের অন্য হাতিরা ভোরের আলো ফোটার আগে বাগান পরিত্যাগ করলেও শিশু হাতিটিকে নিয়ে সকাল পর্যন্ত চা বাগানেই আটকে থাকতে সে।শিশু হাতিটিকে হাঁটা শেখানো পর্যন্ত সেখানেই থাকে মা ও শিশু।ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর।মা ও শিশু হাতিটিকে পর্যবেক্ষণে রাখে বন বিভাগ।সকালের আলো ফুটতেই বাচ্চা হাতিটিকে নিয়ে বাগডোগরারা জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here