আলিপুরদুয়ার। চা বাগানের নালা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে। বুধবার চা বাগানের তিন নম্বর সেকশনের নালায় এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় কালচিনি পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করেপুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সেলিম কিনডো। সে রাজাভাত চা বাগানের নিচলাইন এলাকার বাসিন্দা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল, দুদিন পূর্বে সে আচমকা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়ে পড়ে। এদিন চা বাগানের নালায় তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।