
বিশ্বজিৎ চক্রবর্তী ,আলিপুরদুয়ার:- দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অবশেষে খুললো সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় খোলায় খুশি এলাকাবাসী। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের ভাদোয়াটারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ চার বছর পর পুনরায় চালু করা হলো। এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়টি এক অনাড়ম্বর পূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় চালু করতে আসেন আলিপুরদুয়ার DPSC এর চেয়ারপারসন গার্গী নার্জিনারি, জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) সুজিত কুমার সরকার, ফালাকাটা উত্তর মন্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক পিউ দে সহ অন্যান্য অতিথিগন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1972 সালে প্রতিষ্ঠা হয় বিদ্যালয়টি। এরপর দীর্ঘ দিন বিদ্যালয়টিতে ঠিকঠাক ভাবে চলছিলো পড়াশুনা। ধীরে ধীরে পাশে একটি বেসরকারি স্কুল চালু হওয়ায়, বিদ্যালয় কতৃপক্ষের অবহেলায় ২০১৭ সালে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। অবশেষে সোমবার এলাকার মানুষের সুবিদার্থে প্রায় পনেরোজন ছাত্র এবং তিন জন স্থায়ী শিক্ষক নিয়ে বিদ্যালয়টি পুনরায় চালু করা হলো।