বালুরঘাট, ২৮ জানুয়ারী —- দক্ষিণ দিনাজপুরে গরিব মানুষের মাথার উপর পাকাঘরের স্বপ্ন এবার বাস্তবের মাটিতে পা রাখছে। প্রায় চারশো কোটি টাকার ‘বাংলার বাড়ি’ প্রকল্পে জেলার গ্রাম থেকে শহর—সবখানেই বদলের হাওয়া। প্রথম পর্যায়ে ১৮৮ কোটি টাকা বরাদ্দের পর এবার দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের হাতে অর্থ পৌঁছতে শুরু করায় নতুন উদ্দীপনায় প্রশাসন ও সাধারণ মানুষ।
বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ফেজ টু’র আনুষ্ঠানিক সূচনা করেন। সেই মুহূর্তের সঙ্গে সঙ্গেই দক্ষিণ দিনাজপুরেও শুরু হয় বাড়ি নির্মাণের প্রস্তুতি। জেলার মূল অনুষ্ঠানটি হয় বালুরঘাট শহরের বালুছায়া সভাকক্ষে। ফিতে কেটে একটি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা হয়।
যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল, সভাধিপতি চিন্তামনি বিহা সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।
জেলাশাসক জানান, চলতি অর্থবর্ষে ফেজ ওয়ানে দক্ষিণ দিনাজপুরে ৪০ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৩১ হাজারের বেশি পরিবার এই প্রকল্পের আওতায় আসছে। অর্থাৎ হাজার হাজার মানুষের জীবনে স্থায়ী ঠিকানার স্বপ্ন পূরণ হতে চলেছে।
এদিনের অনুষ্ঠানেই প্রশাসনের তরফে ১১টি পাট্টা প্রদান করা হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রে যুক্ত ১১ জন উপভোক্তাকে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।
প্রশাসনের বক্তব্য, বাংলার বাড়ি প্রকল্প শুধু একটি ঘর নয়—এ এক নিরাপত্তা, মর্যাদা ও নতুন জীবনের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির আলোয় ধীরে ধীরে আলোকিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর।
Home দক্ষিণ দিনাজপুর বালুরঘাট চারশো কোটির ছোঁয়ায় ঘরে ফিরছে স্বপ্ন—‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন রূপ দক্ষিণ দিনাজপুরে
























