চাকুরি করে দেবার নামে টাকা তোলার অভিযোগ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিরুদ্ধে । অভিযোগ গেল অভিষেক ও জেলা তৃণমূলে সভাপতির কাছে ,ফাঁসানো হচ্ছে দাবি মফিজের

0
521

 শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ৫মে দক্ষিণ দিনাজপুর :-চাকুরি করে দেবার নামে টাকা নেবার অভিযোগ উঠেছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিরুদ্ধে। শুধু একজন নয় ,এমন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিরুদ্ধে দুই তৃণমূল নেতৃত্বরা অভিযোগ করে অভিষেক বন্দোপাধ্যায় থেকে জেলা তৃণমূলের সভাপতি, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বংশীহারী ও কুশমন্ডি ব্লকের এক মহিলা সহ তৃণমূল নেতাদের অভিযোগ,বারবার তিনি আপার পাইমারি ও বিভিন্ন জায়গায় চাকুরি করে দেবার নামে প্রায় দুজনের কাছে ১৫লক্ষ টাকা নিয়েছেন। বিষয়টি দলের ব্যপার তাই তিনি তৃণমুল নেতাদের কাছেই অভিযোগ করেছেন। প্রয়োজনে থানায় অভিযোগ করবেন। জেলা তৃণমূলের সভাপতি বলেন, বিষয়টি রাজ্যে জানানো হয়েছে। যদিও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাঁদের চেনেন না বলে জানান। তবে পঞ্চায়েত ভোটের আগে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। খোদ তৃণমুল নেতারাই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ বিরুদ্ধে এমন অভিযোগ করায় জেলাজুড়ে শোরগোল পরেছে।

    কুশমন্ডি ব্লক কিষান ক্ষেত মজদুরের ব্লক সভাপতি আসরফ আলীর অভিযোগ ২০১৪সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের পরে তিনি জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি নির্বাচিত হন।সেই সময় জেলা কিষান ক্ষেত মজদুর জেলা সভাপতি ছিলেন মফিজদ্দীন মিঞা।সেই সময় থেকেই আসরফ বাবুর সঙ্গে মফিজুদ্দীন মিঞার সম্পর্ক ধীরে ধীরে বেশ ভালো ভাবে গড়ে ওঠে।                                             কুশমন্ডি ব্লক কিষান ক্ষেত মজদুরের ব্লক সভাপতি আসরফ আলীর অভিযোগ, তিনি যখন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন তখন তিনি চাকুরি দেবার নামে ধাপে ধাপে ১১লক্ষ টাকা নেন বলে খবর।সেই টাকা ফেরত পাবার জন্য বারবার চাইতে গেলে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমারগঞ্জ এলাকার বাসিন্দা মফিজদ্দীন মিঞা আজ কাল করে বেশ কয়েক বছর পার করে দিয়েছেন বলে তাঁর দাবি।সেই কারনেই তিনি টাকা ফেরতের জন্য অভিষেক বন্দোপাধ্যায় সহ জেলা তৃণমুলের সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। শুধু কুশমন্ডি ব্লক কিষান ক্ষেত মজদুরের ব্লক সভাপতি আসরফ আলীর কাছ থেকেই চাকুরি করে দেবার নামে টাকা নিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।   

    অপর দিকে তৃণমুল মহিলা সংগঠনের সাধারন সম্পাদিকা উমা রায়ও একি অভিযোগ করেন। উমা দেবীর অভিযোগ,তাঁর কাছ থেকেই আপার পাইমারিতে চাকুরি করে দেবেন বলেন ৪লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ তাঁর। সেই টাকা ফেরত চাইতে গিয়েই তাঁর তাদের ৩০ হাজার টাকা তেল খরচ হয়েছে।

এবিষয়ে মহিলা তৃণমুল নেত্রী উমা রায়ও টাকা ফেরতের জন্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমারগঞ্জ এলাকার বাসিন্দা মফিজদ্দীন মিঞার নামে অভিষেক বন্দোপাধ্যায় সহ জেলা তৃণমুলের সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দলের ব্যাপার তাই দলকে জানিয়েছেন, প্রয়োজনে থানায় জানাব।

জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার জানিয়েছেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দলের অভ্যান্তরিন ব্যাপার, এবিষয়ে রাজ্যে জানানো হয়েছে।

অভিযুক্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিউদ্দীন মিঞাকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁদের চেনেন না, পঞ্চায়েত ভোটের আগে তাঁকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।

 খোদ তৃণমুল নেতারাই তৃণমুলের পূর্ত কর্মাধ্যক্ষ বিরুদ্ধে এমন অভিযোগ করায় জেলাজুড়ে শোরগোল পরেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here