চাকরি প্রার্থীদের সাথে নির্মম অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি, বালুরঘাটের হিলি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ নেতা কর্মীদের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ অক্টোবর–– রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে গভীর রাতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সাথে বর্বর আচরণ করা হয়েছে। শুক্রবার বালুরঘাটে এমন অভিযোগ তুলে রাস্তায় নামলো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ রাজ্য জুড়েই এমন ঘটনার প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ কর্মসূচী । অন্যায় ভাবে গণতন্ত্রের হত্যা হতে দেবে না বিজেপি, বলেও মন্তব্য করেন জেলা সভাপতি । পাশাপাশি, চাকরিপ্রার্থীদের পক্ষ নিয়ে তিনি বলেন, দিনের পর দিন হকের চাকরি না পেয়ে আন্দোলনে বসেছেন তাঁদের সাথে অন্যায় করা হচ্ছে । মারধর নির্যাতন সবই করেছে পুলিশ । এদিন দুপুরে বালুরঘাটের হিলি মোড়ে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা কর্মীরা । যাকে ঘিরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট গাজোল ৫১২ জাতীয় সড়ক। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হলেও পুলিশি হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল।