চাঁচলে সোনার দোকানের ডাকাতি ঘটনায় লিংক ম্যানের গ্রেফতারের পর ডাকাত দলের মধ্যে একজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার চাঁচল থানার পুলিশ।
এই মুহূর্তের সবথেকে বড় খবর
চাঁচলে সোনার দোকানের ডাকাতি ঘটনায় লিংক মেনের গ্রেফতারের পর ডাকাত দলের মধ্যে একজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার চাঁচল থানার পুলিশ। ধৃত যুবকের নাম দীপক কুমার দাস(24)।পঁচিশে ডিসেম্বর বড়দিনে ঘটেছিল সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।ঘটনার ১৫ দিন পর ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ডাকাতিতে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারের পর শনিবার দিন চাঁচল থানার পুলিশ ওই যুবক কে চাঁচল মহকুমা আদালতে পেশ করে এবং তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছেন পুলিশ বলে সূত্রে খবর ।জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা।
মালদা থেকে সফিকুল আলম এর রিপোর্ট