চলতি মাস থেকেই করোনার প্রথম ডোজের টিকা করনের সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে, তোড়জোড় শুরু স্বাস্থ্য দপ্তরে

0
643

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ এপ্রিল–––  করোনা মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজের টিকা দেওয়ার তোরজোড় শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলায় । চলতি মাসেই জেলা জুড়ে শুরু হতে পারে ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়ার কাজ ।  ইতিমধ্যে রাজ্যে প্রচুর পরিমান ভ্যাক্সিনও পৌঁছেছে । জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রের  খবর অনুযায়ী ইতিমধ্যে জেলায় প্রথম ডোজের ভ্যাক্সিন পেয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯০৭ জন । যেখানে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৬ হাজার ৯৩২ জন । ১৫৯৮০ টি দ্বিতীয়  ডোজ এখনো মজুত রয়েছে জেলায় । ৩রা মে পর্যন্ত প্রথম ডোজের ভ্যাক্সিনেশনের কাজ চললেও বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে । 
উল্লেখ্য, সোমবার রাজ্যে আরও ৭ লক্ষ ৪৫ হাজার ভ্যাকসিন পৌঁছেছে। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে আসে এই পরিমাণ কোভিশিল্ড। ৩ লক্ষ ৯৫ হাজার ডোজ কেন্দ্র সরকার পাঠালেও বাকি সাড়ে তিন লক্ষ ডোজ রাজ্য সরকার কিনেছে বলে সূত্রের খবর । সব মিলিয়ে রাজ্যে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ডোজ এসেছে। যা প্রয়োজনের তুলনায় কম বলেই মনে করা হচ্ছে ।  এমন পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিতিয় পর্যায়ে টিকা করণ শুরু হওয়া অত্যন্ত খুশির খবর বলেই মনে করা হচ্ছে । 

যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, চলতি মাসেই দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজের ভ্যাক্সিন দেওয়ার কাজ চলবে । তার সাথে দ্বিতীয় ডোজও দেওয়া হবে যারা প্রথম ডোজ নিয়েছেন । করোনা মোকাবিলায় সকলকে সচেতন থাকতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here