চলতি মাসের মধ্যেই গঙ্গারামপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালের মা ক্যান্টিন পরিষেবা চালু হচ্ছে

0
319

, চূড়ান্ত পর্যায়ের কাজ খতিয়ে দেখলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ একাধিক আধিকারিকেরা

   গঙ্গারামপুর,১৫ মে দক্ষিণ দিনাজপুর :চলতি মাসের মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ টাকায় মিলবে দুপুরে ডিম ভাত।সেই মত এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান,এক্সিকিউটিভ অফিসার, বড়বাবু থেকে হাসপাতালে অতিরিক্ত সুপারেরা হাসপাতালের ক্যান্টিনের পরিকাঠামো গড়ে তোলার কাজ খতিয়ে দেখলেন গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস। পৌরসভার কথায়, এই মাসের মধ্যেই প্রকল্পটি চালু করা।
২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়  গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল চত্বর গড়ে তোলা হয় সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসকা পরিষেবার অন্যতম গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল শুধুমাত্র গঙ্গারামপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের মানুষই নয়।মহকুমা চারটি ব্লক, দুটি পৌরসভা এলাকার পাশাপাশি বালুরঘাট মহকুমার কুমারগঞ্জ ও তপন এলাকার বাসিন্দারাও তাদের প্রয়োজনে গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

এমনকী মালদা ও উত্তর দিনাজপুর জেলার বহু মানুষজনেরাও   হরিরামপুর,কুশমন্ডি,বংশীহারী, তপন,কুমারগঞ্জ,বালুরঘাট ব্লকের মানুষজন  কিন্তু কম খরচে খাবার খেতে  দুর দুরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের একটু সমস্যায় পড়তে হয় এতদিন ধরে। বেডে রোগী রেখে হাসপাতালের বাইরে গিয়ে খাবার খেতে হত এতদিন ধরে। খুব সহজেই যাতে রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে দুপুরের  খাবার খেতে পারেন। সেনিয়ে চিন্তা ভাবনা শুরু করে জেলা প্রশাসন,রোগী কল্যাণ সমিতি ও গঙ্গারামপুর কর্তৃপক্ষ। গত মার্চ মাসে পুরসভা ও রোগী কল্যাণ সমিতিকে নিয়ে বৈঠক করেন  জেলা শাসক বিজিন কৃষ্ণা। সেই  বৈঠক গঙ্গারামপুর হাসপাতালে চত্বরে মা ক্যান্টিন খোলার  উদ্যোগ নেওয়া হয়। এরপর জেলা শাসককের মাধ্যমে হাসপাতালে মা ক্যান্টিন খোলার আবেদন পাঠানো হয় নবান্নে। চলতি মাসের ৪ তারিখে রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে  গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিন খোলার অনুমতি মেলে।ক্যান্টিন চালুর জন্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়। নগর উন্নয়ন দপ্তর থেকে মা ক্যান্টিন খোলার সবুজ সংকেত মিলতে জোড় কদমে শুরু হয় পরিকাঠামো গড়ে তোলার। সোমবার বিকেলে সেই  কাজ খতিয়ে দেখলেন গঙ্গারামপুর পুরসভার ভাইস পুরপ্রধান জয়ন্ত কুমার দাস,সেখানে ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরোকাইত ,হেড ক্লার্ক শ্যামল দাস,গঙ্গারামপুর সুপার মহকুমা হাসপাতালের সহকারী সুপার নয়ন সরকার সহ আরো অনেকেই।
গঙ্গারামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরোকাইত, খুব তাড়াতাড়ি মা ক্যান্টিন চালু করার জন্য পরিকাঠামো বিষয়ে খোঁজ নিতে আসা হয়েছিল। এই মাসের মধ্যে উদ্বোধন  হবে।                                        গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস বলেন,আমরা চলতি মাসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছে। তার কাজ কতটা হয়েছে। সেই কাজ আমরা খতিয়ে দেখলাম। জয়ন্ত বাবু জানালেন মা ক্যান্টিন চালু হলে হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের ভীষণ সুবিধা হতে।

মহকুমা হাসপাতালে এমন প্রকল্প চালু হতে চলায় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here