চলতি মাসেই চালু হচ্ছে পিট লাইন। বালুরঘাটে ট্রেনের ট্রায়াল রান করে বললেন ডি আর এম।

0
277

চলতি মাসেই চালু হচ্ছে পিট লাইন। বালুরঘাটে ট্রেনের ট্রায়াল রান করে বললেন ডি আর এম।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জানুয়ারী ——- জানুয়ারীতেই চালু হচ্ছে পিট লাইন, ট্রেনের ট্রায়াল রান করে বললেন উত্তর পুর্ব রেলের ডি আর এম সুরেন্দ্র কুমার। শনিবার দুপুরে বালুরঘাট রেলস্টেশন পরিদর্শন ও পিট লাইনের ট্রায়াল রান করে এমনটাই জানিয়েছেন ডিআরএম। যে অনুষ্ঠানে ডি আর এম সুরেন্দ্র কুমার ছাড়াও উপস্থিত ছিলেন রেলের প্রায় সমস্ত পদস্থ কর্মকর্তারাই। এদিন দুপুরে প্রথমেই স্টেশনের চারপাশ ঘুরে পরিকাঠামো খতিয়ে দেখেন ডি আর এম। এরপরেই নারকেল ফাটিয়ে পিট লাইনের ট্রায়াল রান চালু করেন তিনি। ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, বালুরঘাটের সিক ও পিট লাইন আলাদা আলাদা পর্যায়ে চালু হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে বালুরঘাট স্টেশনে চালু হবে পিট লাইন পরিষেবা। যারপরেই সিক লাইন পরিষেবা চালু করবে রেল। এই দুটি পরিষেবা চালু হয়ে গেলে বালুরঘাট রেল স্টেশন থেকে দূরপাল্লার যাবতীয় ট্রেন চালানোর চেষ্টা করবে রেলদপ্তর বলেও এদিন জানিয়েছেন ডিআরএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here