চকভবানী কালীবাড়িতে রঙিন বসন্ত! ফুলে ফুলে ভরে উঠল বালুরঘাট

0
19

বালুরঘাট, ৯ জানুয়ারী —- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের চকভবানী কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হল ৩৬তম ফুল মেলা। বালুরঘাট ফ্লোরিকালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। মেলার শুরুতেই শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
উদ্যোক্তাদের দাবি, এবছর মেলায় স্থান পেয়েছে প্রায় বারোশো টবের বাহারি ফুল। চন্দ্রমল্লিকা, ডালিয়া, অর্নামেন্টাল ফ্লাওয়ার-সহ মোট ৩২ প্রজাতির ফুল মুগ্ধ করছে দর্শকদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছপ্রেমিরা তাঁদের যত্নে লালিত গাছ পাঠিয়েছেন এই মেলায়, ফলে প্রদর্শনীর বৈচিত্র্য আরও বেড়েছে।
মেলার অন্যতম আকর্ষণ প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিভিন্ন বিভাগে প্রায় ৯৮ জন গাছপ্রেমিকে পুরস্কৃত করা হবে। ফুলের সৌন্দর্যের সঙ্গে প্রতিযোগিতার উত্তেজনা—সব মিলিয়ে বালুরঘাটের এই ফুল মেলা যেন প্রকৃতির সঙ্গে শহরের এক আনন্দময় মিলনক্ষেত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here