ঘোষিত অমৃত ভারত স্টেশনের যাত্রী শেড দিয়ে ঝড়ছে বৃষ্টির জল ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । বালুরঘাট স্টেশনের দুরবস্থার চিত্র তুলে ধরে আন্দোলনে নামলো তৃণমূল ।
বালুরঘাট স্টেশনের যাত্রী শেড দিয়ে অঝোরে ঝড়ছে জল । ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ঘটনা দেখে চমকে উঠলেন নেটিজেনরা । আন্দোলনে নামল তৃণমূল । রবিবার সন্ধ্যায় কয়েকশো কর্মী সমর্থককে নিয়ে রীতিমত মিছিল করে বালুরঘাট স্টেশনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা । স্টেশন ম্যানেজারকে দেওয়া হয় ডেপুটেশনও । প্রসঙ্গত, বালুরঘাট রেল স্টেশনের ঢালাও উন্নয়ন ও দূরপাল্লাগামী রেল যোগাযোগকে সামনে রেখে এই কেন্দ্রে ভোট বৈতরণী পার করে বিজেপি । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যার পরিপ্রেক্ষিতেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূল প্রার্থীকে প্রায় ১০ হাজারেরও বেশী ভোটে পরাজিত করে । এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বালুরঘাট স্টেশনের একটি ভিডিও । স্বল্প সময়ের সেই ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রী শেড দিয়ে স্টেশনের ভেতরে ঝরঝরিয়ে পড়ছে বৃষ্টির জল । যে ছবি দেখে অনেকেই চমকে উঠেছেন । ঝাঁ চকচকে স্টেশনের ভেতরে কিভাবে এমন বৃষ্টির জল পড়ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন । শুধু তাইনয়, ভিডিও ভাইরাল হওয়ার পরেও কেন কর্তৃপক্ষের এখনো নজরে এলোনা বিষয়টি তা নিয়েও উঠেছে জোড়ালো প্রশ্ন । এদিকে এই ঘটনা নিয়ে যাত্রী হয়রানি বন্ধ করতে মাঠে নেমেছে তৃণমূল । এদিন সেই অভিযোগ সহ আরও বেশকিছু বিষয় নিয়ে বালুরঘাট রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের নেতাকর্মীরা । স্টেশন ম্যানেজারকে দেওয়া হয় একটি লিখিত দাবিপত্রও । তাঁদের অভিযোগ, রেল উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলা হলেও স্টেশনের ভেতরে এমন দুরবস্থার ছবি চোখে পড়েনি স্টেশন কর্তৃপক্ষের । যা নিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন রেল যাত্রীরা । যাদের পাশে দাড়িয়েই এদিন তাঁদের এমন বিক্ষোভ কর্মসূচী ।
তৃণমূলের টাউন প্রেসিডেন্ট প্রীতম রাম মন্ডল ও তৃণমূল নেতা অশোক মিত্র জানিয়েছেন, যাত্রী দুর্ভোগ সহ স্টেশনের একাধিক দুরবস্থার ছবি সামনে আনা হয়েছে । যা নিয়ে বালুরঘাট স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।