কোচবিহার :——-রবিবার রাতের ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে কুচবিহার তুফানগঞ্জ ক্ষতিগ্রস্ত প্রায় 50 টি বাড়ি সহ দুটি পোল্ট্রি ফার্ম ।ঝড়ে ভেঙে গিয়েছে বাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র বর্তমানে তারা বাড়ি ছাড়া হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। রবিবার রবিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিধ্বংসী ঘূর্ণিঝড় আশায় তুফানগঞ্জ চিলাখানা 1 গ্রাম পঞ্চায়েতের কদমতলা হাই মাদ্রাসা এলাকায় প্রায় 50 টি বাড়ি ভেঙে গিয়েছে । বাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি পোল্ট্রি ফার্ম। বর্তমানে তারা কি করবেন সেই চিন্তায় দিন কাটাচ্ছে। সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকার পঞ্চায়েত সদস্য মোস্তাফিজুর রহমান ।তিনি জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর নির্দেশে তিনি এলাকা পরিদর্শনে এসেছেন যতটা পারা যায় এই মানুষগুলোর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
