শীতল চক্রবর্তী গঙ্গারামপুর,১৪ ই অক্টোবর,দক্ষিণ দিনাজপুর:-পুজোর আগে শহরকে আলোকিত করে তুলেছে পৌরসভা। প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ করে গ্রীন সিটি প্রকল্পে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার তরফে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের লাইট, হাইমার্চ লাইট বসিয়ে একাধিক উন্নয়নমূলক কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে চেয়ারম্যান। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় হাইড্রেন, সহ একাধিক কাজ করার উদ্যোগ নিয়েছেন তিনি। নতুন পৌরসভা হিসেবে উল্লেখ যোগ্য বলে মনে করছেন অনেকেই। চেয়ারম্যান জানালেন আমাদের সরকারি পারে অল্প সময়ের মধ্যে মানুষজনদের মধ্যে এত উন্নয়ন করতে। চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ২০১৮ সালে বুনিয়াদপুর পৌরসভা গড়ে ওঠে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে। মোট ১৪ টি আসনের মধ্যে ১৩ টি আসন দখল করে এই পুরসভার দখল করে শাসকদল। চেয়ারম্যান হন তৃণমূল নেতা অখিল চন্দ্র বর্মন। ভাইস চেয়ারম্যান হন জয়ন্ত কুন্ডু।বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানের চেয়ারে বসার পরেই অখিল বাবু বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করেন। কাঁচা রাস্তাগুলি পাকা করার কাজ শুরু করে দেন। শুরু করে দেন বিভিন্ন জায়গায় ড্রেন এর কাজ গুলি।

বুনিয়াদপুর পৌরসভা সূত্রে খবর, এখনো পর্যন্ত বহু উন্নয়ন হয়েছে চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন বাবু সহ পুরসভার বাকি কাউন্সিলারের মাধ্যমে। ইতিমধ্যেই চেয়ারম্যান অখিল বাবুর প্রচেষ্টায় সরকারের গ্রীন সিটি প্রকল্পে ৪ কোটি ৮৩ লক্ষ টাকা খরচ করে পৌরসভা এলাকার শহরের প্রাণকেন্দ্র সহ ১৪ টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলো বাতি, হাই মার্চ লাইট সহ একাধিক জিনিস দিয়ে শহর আলোকিত করে তুলেছেন। যা কোন নতুন পৌরসভা হিসেবে এত উন্নয়ন করা প্রথম বলেই মনে করেছে অনেকেই। অখিল বাবুর প্রচেষ্টায় বুনিয়াদপুর পৌরসভা বেশকিছু হাইডেন তৈরি করার পরিকল্পনা নিয়েছে।
চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, আমাদের সরকারি পারে অল্প সময়ের মধ্যে মানুষজনদের মধ্যে এত উন্নয়ন করতে। যা আমি সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এমন উন্নয়নের কাজ সব সময় করে যাব।
এত অল্প সময়ের মধ্যে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানের এমন কাজকে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন। শহরবাসী পীযূষ সেন, বাদল রায়েরা চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা এত অল্প সময়ের মধ্যে যে উন্নয়নের পরিষেবা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাই চেয়ারম্যান ও রাজ্য সরকারকে।
এই পৌরসভা আগামী দিনে যে আরো একাধিক উন্নয়নের পালকে জুড়তে চলেছে বুনিয়াদপুরে সে বিষয়ে বলার আর অপেক্ষা রাখে না