গ্রাম বাংলার শিশুদের কথা মাথায় রেখে একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো

0
155

অভিনব উদ্যোগ,গ্রাম বাংলার শিশুদের কথা মাথায় রেখে একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো বংশীহারী ব্লকের নুরপুরে।৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

জানা যায় রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামার মৌজার নুরপুর এলাকায় একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো,প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই শিশু উদ্যানটি। বংশিহারী ব্লকের ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বেশ কিছু আবাসিক ও নন আবাসিক স্কুল রয়েছে,সেই স্কুলের ছাত্র ছাত্রী ও গ্রাম এলাকার ছেলে মেয়েদের কথা বিনোদন ও খেলাধুলা করার নির্দিষ্ট কোনো জায়গা নেই,তাদের বিনোদনের জন্য এখান থেকে প্রায় একপ্রকার জীবনের ঝুকি নিয়ে ছুটে যেতে হতো বুনিযাদপুর পৌরসভা এলাকার পার্ক গুলিতে,মূলত এইসব গ্রাম এলাকার ছেলে মেয়েদের বিনোদন এর জন্যই
রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামার মৌজার নুরপুর এলাকায় একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো,প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই শিশু উদ্যানটি।এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল,বংশী ব্লকের বিডিও সুব্রত বল,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ,৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন, উপ প্রধান এছাড়াও বহু নেতা কর্মীরা।

এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,আজকে বংশীহারী ব্লকের নুরপুর এলাকায় রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে একটি শিশু উদ্যান এর কাজের শিলান্যাস করা হলো,এই শিশু উদ্যানটি তৈরি হলে গ্রাম এলাকার ছেলে মেয়েদের বিনোদন এর জন্য আর জীবনের ঝুকি নিয়ে বুনিয়দপুরে যেতে হবে না,তারা এখানেই খেলাধুলা করার সুযোগ পাবে।এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই পঞ্চায়েত কর্তৃপক্ষকে।

এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন,আজকে আমাদের ৩ নং গ্রাম পঞ্চায়েতের জামার মৌজার নুরপুর এলাকায় একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো।খুব তাড়াতাড়ি এই পার্কের কাজ শেষ করে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পার্কটি।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা পারভিন জানিয়েছেন, আজকে আমরা আমাদের পঞ্চায়েত এলাকার নূরপুরে একটি চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস করা হলো,প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই পার্কটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here