বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের কর্মধক্ষের স্বামী বিজেপির বিরোধী দলনেতাকে মারধর, হেনেস্তা ও হুমকি দেবার ঘটনায় পঞ্চায়েত ঘেরাও এলাকাবাসীদের,রাতেও চলছে আন্দোলন,তদন্ত পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ২৬ শে মে।পঞ্চায়েত অফিসে মধ্যে কথাবার্তা চলাকালীন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান,উপপ্রধান সহ বাকি অফিসারদের সামনে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতাকে পঞ্চায়েতের তৃণমূলের সদস্যর স্বামী মারধর করা , হেনস্থা সহ হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের তৃণমূল পরিচালিত গাঙ্গুরিরা গ্রাম পঞ্চায়েত অফিসে।ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেল থেকেই গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এলাকাবাসী ও বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতার তরফে পঞ্চায়েত ঘেরাও করে রাখা হয়েছে।বিজেপির ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিজেপির বিরোধী দলনেতার অভিযোগ, বিনা কারণে পঞ্চায়েত সদস্যের স্বামী তাকে মারধর করা সহ হুমকি দিয়েছেন।প্রধান বিষয়টি দেখুক সেই দাবি জানাই।ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী অন্যায় করেছেন বলে তৃণমূলের প্রধান স্বীকার করে সমস্যাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।বিজেপি জেলা নেতা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।খোঁজ নিবেন বলে জানিয়েছেন তৃণমূলে জেলা সভাপতিও।ঘটনা ব্যাপক শোরগোল পড়েছেন এলাকাজুড়ে। বংশীহারী ব্লকের গাঙ্গুলিয়া গ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে একটি আসন জিতেছে বিজেপি।বিশ্বজিৎ রায় নামে ওই যুবক বিজেপি গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিরোধী দলনেতা বিজেপি দলের ওই গ্রাম পঞ্চায়েতের মণ্ডল সভাপতি পদেও রয়েছেন তিনি।পঞ্চায়েত সূত্রে জানা গেছে,সোমবার বিকেলে পঞ্চায়েতে উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা রয়েছে বলে বিরোধী দলনেতা বিশ্বজিৎ রায়কে ডাকা হয় সেখানে হাজির হয়েছিলেন ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য পূর্ত কর্মধক্ষ মিতা সরকারের স্বামী দৌলতপুর এলাকার বাসিন্দা বলরাম সরকার।অভিযোগ,ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরোধী দলনেতাকে কোন উন্নয়নমূলক কাজ দেওয়া হবে না বলে তাকে হুমকি দিতে থাকেন তিনি । বিরোধী দলনেতা বিজেপির বিশ্বজিৎ রায়ের অভিযোগ,”বিনা কারণে তাকে মারধর করা সহ অকথ্য ভাষায় গালিগালাজ,হুমকি দিয়েছেন বলরাম সরকার।ঘটনার প্রতিবাদ জানিয়েই আন্দোলনে নেমেছে গ্রামবাসীরা। সমস্যা সমাধান চাই, না হলে আন্দোলন হবে।” এই ঘটনার বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বিরোধী দলনেতা বিজেপির বিশ্বজিৎ রায়ের পাশে দাঁড়িয়ে বলেন,”এমন ঘটনা কখনোই মানা যায় না।ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা পূর্ত কর্মধক্ষের স্বামী বলরাম সরকার তার সঙ্গে অন্যায় করেছেন। আমি নিজেও চাইছি বিষয়টা মিটে যাক।” তাদের দলের বিরোধী দলনেতাকে মারধর করা, হুমকি,হেনস্থা করার খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিজেপি জেলা সম্পাদক দেবব্রত মজুমদার সহ এলাকার বহু মানুষজন।ঘটনার প্রতিবাদ জানিয়ে দীর্ঘ সময় ধরে পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক দেবব্রত মজুমদার অভিযোগ করে বলেন,”এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে গ্রামবাসীদের সঙ্গে। অভিযুক্তের বিরুদ্ধে প্রধান ব্যবস্থা নেক সেই দাবি জানাই।” তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন ,”বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।” ঘটনার খবর পাওয়ার পরে সেখানে ছুটে আছে বংশীহারী থানার পুলিশ।তারা এসে পরিস্থিতি আয়ত্তে আনে। যদিও শেষ পাওয়া খবর জানা গেছে খবর লেখা পর্যন্ত পঞ্চায়েত অফিস ঘেরাও চলছে।
Home Uncategorized গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের কর্মধক্ষের স্বামী বিজেপির বিরোধী দলনেতাকে মারধর
























