গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের সদস্যের মেয়ে তথা বিএ প্রথম বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রী আত্মঘাতী হল,প্রেম ঘটিত কারনেই এমন ঘটনা,তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮মে।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের সদস্যের মেয়ে তথা বিএ প্রথম বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রী।ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী থানার পিছলা গ্রামে।মৃতের পরিবার ও পুলিশের অনুমান,প্রেমঘটিত কারণেই এমন ঘটনা ঘটেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের সদস্যের মেয়ে মৃত ওই কলেজ পড়ুয়া ছাত্রীর নাম জয়ন্তী সরকার,বয়স(২০),বাড়ি বংশীহারী থানার মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম সংসদের পিছলাগ্রামে।মৃতের বাবা কামালপুর গ্রাম সংসদের সদস্যে তৃণমূল কংগ্রেসের।তার মেয়ে এবছরের বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের প্রথমবর্ষের পড়াশোনা করতো। নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই সে। পাশের ঘরে তার মা শুয়ে ছিল।মা ঘুম থেকে উঠে মেয়েকে পাশের ঘরে ডাকতে গেলে দেখতে পাই মেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে,আতঙ্কে চিৎকার করে কান্নার ভেঙ্গে পড়েন তিনি।তার কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনদের অভিযোগ,”কলেজের কোনো ছেলের সঙ্গে সম্পর্কের কারণেই এমন ঘটনা ঘটিয়েছে সে।” তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যের মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে সহানুভূতি দিতে ছুটে আসেন মহাবাড়ী অঞ্চল তৃণমূল সভাপতি সুকান্ত মণ্ডল,মহাবাড়ী এলাকার তৃণমূল নেতা মাজেদার রহমান সহ আরো অনেকেই।
এবিষয়ে মৃত কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মীয় সুজন পাহান অভিযোগ করে বলেন,”নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সে।আমাদের অনুমান কলেজে কারো সঙ্গে কিছু হয়েছে বলেই সে এমন ঘটনা ঘটিয়েছে।পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে।”
মহাবাড়ী অঞ্চল তৃণমূলের সভাপতি সুকান্ত মণ্ডল জানিয়েছেন,”খবর পেয়ে আমরা ছুটে এসে পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। কলেজের কোনো এক ছেলের জন্য সমস্যার কারণেই এরকম দুর্ঘটনা ঘটিয়েছে বলে অনুমান। আমরা চাই দোষীর কঠোর সাজা।” ঘটনার খবর দেওয়া হয় বংশীহারী থানায়,তারা এসে ঘটনার তদন্ত শুরু করে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের সদস্যের মেয়ে তথা বিএ প্রথম বর্ষের কলেজ পড়ুয়া...


























