গ্রামের মাটিতে ফুটবলের বিপ্লব!

0
121

গ্রামের মাটিতে ফুটবলের বিপ্লব! কলকাতায় নজর কাড়ছে দিনাজপুরের শিবা-সুজিতের সাফল্য

বালুরঘাট, ৪ জানুয়ারী —— পরিকাঠামোর অভাব আর সীমিত সুযোগকে জয় করে দক্ষিণ দিনাজপুরের পতিরাম হাইস্কুলের ৯২ ফুটবল একাডেমি হয়ে উঠেছে নতুন প্রজন্মের ফুটবল প্রতিভার আতুঁরঘর। ২০২০ সালের ২৩ জানুয়ারিতে শুরু হওয়া এই একাডেমি ইতিমধ্যেই জেলার ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছে।

এই একাডেমি থেকেই উঠে এসেছে শিবা সরেন এবং সুজিত হাসদা, যারা নিজেদের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছে গোটা জেলাকে। গত ডিসেম্বরে অনুর্ধ্ব-১৭ ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তারা জায়গা করে নিয়েছে কলকাতার আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবে। একাডেমির কনভেনার সঞ্জয় সরকার বলেন, “ওদের সাফল্য প্রমাণ করে, প্রতিভা কোথাও আটকে থাকে না। সুযোগ পেলে গ্রামের ছেলেরাও কলকাতার ময়দান কাঁপাতে পারে।”

বর্তমানে এই একাডেমিতে ৮০ জনের বেশি ফুটবল খেলোয়াড় রয়েছে, যার মধ্যে ১১ জন মেয়ে। যে মেয়েদের অংশগ্রহণ এই একাডেমিকে আরও বিশেষ করে তুলেছে। তবে মাঠের অভাব, আধুনিক সরঞ্জামের সংকট এবং পর্যাপ্ত সুযোগ না থাকায় খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

তবুও থেমে নেই একাডেমির যাত্রা। সঞ্জয়বাবুর মতে, “আমাদের লক্ষ্য শুধু খেলোয়াড় তৈরি করা নয়, তাদের স্বপ্ন দেখানোর শক্তি জোগানো। কলকাতা আর শিলিগুড়ির লিগে অংশ নেওয়ার জন্য যেভাবে জেলার ছেলেমেয়েরা প্রস্তুতি নিচ্ছে, তা একদিন গোটা দেশের নজর কাড়বে।”
শিবা-সুজিতরা দেখিয়ে দিয়েছে, ইচ্ছে থাকলে কলকাতার ময়দানেও জায়গা করে নেওয়া যায়।”

পতিরামের এই মাটিতে ফুটবলের এই জাগরণ আরো প্রমাণ করে, প্রতিভার সঠিক পরিচর্যা পেলে শহর আর গ্রামের মধ্যে দূরত্ব ঘুচে যেতে বাধ্য। শিবা-সুজিতদের দেখেই আরও অনেক ফুটবলপ্রেমী এখন স্বপ্ন দেখছে জাতীয় পর্যায়ে খেলার। তাদের আশা পতিরামের এই একাডেমি ভবিষ্যতে আরো সাফল্যের গল্প লিখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here