গ্রামীণ হাসপাতালে বহিরাগতদের আনাগোনা নিয়ে নিরাপত্তার অভাব । ব্লক প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ চিকিতসকরা । কুমারগঞ্জের বরাহার হাসপাতালের ঘটনায় চনালচ্য

0
84

গ্রামীণ হাসপাতালে বহিরাগতদের আনাগোনা নিয়ে নিরাপত্তার অভাব । ব্লক প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ চিকিতসকরা । কুমারগঞ্জের বরাহার হাসপাতালের ঘটনায় চনালচ্য।

দিনেরাতে হাসপাতালে বহিরাগতদের আনাগোনা । নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ চিকিৎসকরা । পুলিশকেও অভিযোগ জানানো হয়েছে ঘটনা নিয়ে । দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বরাহার গ্রামীণ হাসপাতালের ঘটনায় শোরগোল । এদিন হাসপাতাল থেকে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা মিছিল করে ব্লক অফিসে পৌছান । বিডিওর কাছে হাসপাতালের কর্মীদের নিরাপত্তা চেয়ে দাবীপত্রও তুলে দেওয়া হয়েছে এদিন ।

জানাগেছে, ঘটনার সূত্রপাত গত ২৮ তারিখ রাতে । ওই সময় দুর্ঘটনা কবলে পড়া এক ব্যক্তিকে বরাহার হাসপাতালে চিকিৎসার জন্য আনেন তার পরিবারের সদস্যরা । সেই সময় সঠিক চিকিৎসা করার পরেও তাঁকে অন্যত্র রেফার করার প্রয়োজন হয় । রোগীকে বালুরঘাটে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সাথে বিবাদ বাঁধে । ফলে হেনস্থার স্বীকার হন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । যার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচী বলে জানিয়েছেন বিএমওএইচ। অভিযোগ, হাসপাতালের ভেতরে চিকিৎসার নামে বিভিন্ন দালাল চক্র গজিয়ে উঠেছে । তারাই রোগীর পরিবারকে ওষুধ, অ্যাম্বুলেন্স প্রভৃতি পরিষেবা পৌছে দেওয়ার নামে এক প্রকার লুঠ করছে । রোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে চিকিৎসকদের প্রতি লেলিয়ে দেওয়া হচ্ছে । ফলে এমন ঘটনা সামনে আসছে । ওই গ্রামীণ হাসপাতালে পুলিশের একটি ক্যাম্প রয়েছে, তা সত্ত্বেও এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে ।

বরাহার হাসপাতালের চিকিৎসক পঙ্কজ ঘোষ জানান, সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দিতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র সাহা জানান, হাসপাতালের কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এদিন প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, চিকিৎসকরা যাতে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে পারে, তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here