ধুপগুড়ি ব্লক এর মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েত এর বাবুপাড়া এলাকায় গ্রামবাসীদের চেষ্টায় নদীতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করা হলো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মাগুর্মারি এক নং অঞ্চলের বাবুপাড়া এলাকায়। স্থানীয়দের কথা অনুসারে, এদিন সকালে হঠাৎই এক ব্যক্তিকে দূর থেকে ভেসে আসতে দেখেন স্থানীয়রা । এরপর গ্রামবাসীরা সবাই জড়ো হয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারের পড়ে দেখেন ব্যক্তিটি জীবিত অবস্থায় আছে। প্রাথমিক সুস্থতা করে পরে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যক্তিটি সুস্থ হয়ে ওঠেন বলে জানা যায়। ঘটনার প্রকাশ, খট্টিমারি এলাকায় মোতিয়েস মুনডা নামে ওই ব্যক্তি গ্লান্ডি নদীর জলের প্রবল স্রোতে ভেসে যান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ব্যক্তিটি প্রাণে বেঁচে যান। স্থানীয় এক ব্যক্তি জানান তার বাড়ির লোককে খবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।