গ্রামগঞ্জে সস্তায় সিম কার্ড কিনছেন? জানেন কী বিপদ ডাকছেন, সাবধান হয়ে যান
ফ্রি ফ্রি ফ্রি আপনার দুয়ারে এসে গেছে সিম কার্ড ।মাত্র ৫০ টাকায় আপনি পেয়ে যাবেন এক জিবি নেট সহ সিম কার্ড ।এই অফার মাত্র এক দিনের জন্য।এমন ভাবে। টোটো র উপর সাবেকিয়ানার মাইক লাগিয়ে এখন গ্রামে চলছে হরেক মাল পাঁচ শিখার মত করে প্রচার। এমন অভিনব উদ্যোগে সিম কার্ড বিক্রির প্রচার হতেই গ্রামের মানুষদের মধ্যে পড়ে গেছে সিম কার্ড কেনার হিড়িক।
যেখানে দোকান থেকে একটা সিমকার্ড কিনতে লাগে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ১০০ টাকা। সেখানে মাত্র ৫০ টাকায় প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই গ্রামের রাস্তায় রাস্তায় টোটোতে পাওয়া যাচ্ছে সিম কার্ডগুলি।মাত্র ৫০ টাকায় গ্রামেগঞ্জে মিলছে বিভিন্ন ধরনের সিম কার্ড।গ্রামে গ্রামে এবার টোটোতেই পাওয়া যাচ্ছে মাত্র ৫০ টাকায় এয়ারটেল , ভোডাফোন সহ বিভিন্ন সংস্থার সিম কার্ড। আধার কার্ড দেখিয়ে ৫০ টাকা দিলেই সঙ্গে সঙ্গে অ্যাকটিভও হয়ে যাচ্ছে সিম কার্ডগুলি।৫০ টাকার এই সিম কার্ড কিনলেই সঙ্গে মিলছে ওয়ান জিবি নেট ও ফ্রি ফোন কলের ও সুবিধে।যেখানে দোকান থেকে একটা সিমকার্ড কিনতে লাগে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ১০০ টাকা। সেখানে মাত্র ৫০ টাকায় প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই গ্রামের রাস্তায় রাস্তায় টোটোতে পাওয়া যাচ্ছে সিম কার্ডগুলি। যা কিনতে ভিড় সাধারণ মানুষের মধ্যে।উল্লেখ্য সাইবার ক্রাইম মোকাবিলায় সরকার যেখানে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নতুন টেলিকমিউনিকেশন বিলে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, ভুয়ো সিম কার্ড ক্রয় করলেই কঠিন শাস্তি দেওয়া হবে।যেখানে বলা হয়েছে,নতুন নিয়মে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নম্বরের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন, তাহলে তাঁকে তাঁর ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক তথ্যা দিতে হবে।এমন কি, নতুন সিম কিনলে ডিলারদেরও সিম কার্ড ভেরিফাই করাতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে, গ্রাহককে দেওয়া নতুন সিমটি তাঁকে ব্যতীত আর কাউকে ইস্যু করা হয়নি।ডিজিটাল প্রতারণা এড়াতে সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে টোটোতে করে গ্রামে গ্রামে মিলছে বিভিন্ন ধরনের সিম কার্ড। এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দফতরের সভাপতি কানাই শেঠ জানান, যেভাবে ফ্রিতে ৫০ টাকার বিনিময়ে সিমকার্ড বিক্রি হচ্ছে তা খুবই সন্দেহজনক। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ সামনেই বাংলাদেশ সীমান্ত রয়েছে অনুপ্রবেশকারীদের অন্তরালে যদি এইভাবে সিম কার্ড চলে যায় তাহলে খুবই বিপজ্জনক। তাই অবিলম্বে প্রশাসনের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা।টোটোতে করে সিম কার্ড বিক্রি করা যেতেই পারে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে তারপরে সিম কার্ড দেওয়া উচিত। কিন্তু কীভাবে সিম কার্ড বিক্রি হচ্ছে সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বলে মনে করেন কালিয়াগঞ্জের ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ। তবে মাত্র ৫০ টাকায় গ্রামেগঞ্জে এই সিম কার্ডের সুবিধা নিতে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে গ্রামবাসীদের মধ্যে।