রায়গঞ্জ:-গ্যাস সিলিন্ডার সহ ছোট লড়িতে ভয়াবহ আগুন, আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দুএকটি বাড়িতেও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহার সংলগ্ন মহাদেবপুরে ৩৪ নম্বর সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের পানিশালার ভারত গ্যাসের প্ল্যান্ট থেকে একটি ছোটা হাতি গাড়ি করে গ্যাস সিলিন্ডার বোঝাই করে মালদহের দিকে যাচ্ছিল। রায়গঞ্জ থানার রূপাহার সংলগ্ন মহাদেবপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকাই গ্যাস ভর্তি গাড়িতে আগুন দেখতে পায় লড়ির চালক ও খালাসী। গাড়ি থামিয়ে তাঁরা নেমে যেতে পারলেও মুহুর্তের মধ্যে ভর্তি গ্যাস সিলিন্ডার সহ গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন ছড়িয়ে পড়ে জাতীয় সড়কের ধারে থাকা আশপাশের কয়েকটি বাড়িতেও। স্থানীয় বাসিন্দারাই দ্রুত খবর দেন রায়গঞ্জ দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এসে বাড়িঘরে আগুন নিভিয়ে দেয়। জাতীয় সড়কে গ্যাস ভর্তি সিলিন্ডার সহ গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে দমকল বাহিনী।