গ্যাঙটকে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে প্রয়াত হন বিশিষ্ট শিক্ষক ও ক্রীড়াবিদ দেবরাজ রায়।

0
374

মালদা-‌গ্যাঙটকে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে প্রয়াত হন বিশিষ্ট শিক্ষক ও ক্রীড়াবিদ দেবরাজ রায়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে শনিবার সন্ধায় মালদা শহরের মালদা গার্লস স্কুল ময়দানে শোকজ্ঞাপন অনুষ্ঠান করা হয় তাইকোন্ডো ক্যাম্প অফ বেঙ্গল এড়িয়া’‌র পক্ষ থেকে। তিনি এই সংস্থার কোষাধ্যক্ষ পদে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি তাইকোন্ডোর সঙ্গে জড়িয়ে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট করার ভাবনা চিন্তা করছে সংস্থার সদস্যরা। সংস্থার সম্পাদক রামাশিস দাস বলেন, ‘‌আমরা মালদার এক নক্ষত্রকে হারালাম। শিক্ষার পাশাপাশি ক্রীড়া জগতে তিনি সমান সমাদৃত। আজ শিক্ষার্থী-‌সহ শিক্ষকরা মিলে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শোকজ্ঞাপন করি। উনার আত্মার শান্তি কামনা করি।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here