ইসলামপুর ১৮ সেপ্টেম্বর:—গোয়ালপোখর থানার সাহাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত তিনটি দোকান
গোয়ালপোখরের সাহাপুরের ভয়াবহ অগ্নি কান্ড ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গেছে গোয়ালপোখর থানার সাহাপুরে প্রথমে এক পানের দোকান আগুন লাগে তার পরে পরপর আরও দুটি দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছোরায় এলাকায়। ওই পানের দোকানের পর পরপর দুটি দোকানে কি ভাবে আগুন আগুন লাগে স্হানীয়রা এ বিষয়ে কিছুই জানেন না। স্হানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোয়ালপোখর থানার পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ ও দমকল বাহিনী । গোয়ালপোখর থানার দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক সুত্রে জানা গেছে সটসারকিটের কারনে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
