গোষ্ঠীকোন্দলের অবসান।আলিপুরদুয়ার দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী রাসমেলা এবার হচ্ছে

0
219

আলিপুরদুয়ার : গোষ্ঠীকোন্দলের অবসান।আলিপুরদুয়ার দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী রাসমেলা এবার হচ্ছে।রবিবার পুরসভার চেয়ারম্যান,বিধায়ক ও দুর্গাবাড়ি পুজো কমিটির এক ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা এবার ৭৭ বছরে পড়েছে।কমিটির সম্পাদক উদয়শংকর দাস বলেন দুটি সংস্থা মেলার যাবতীয় কাজ করতো।এবার মিটিং করে মেলার ব্যাপারে অনেকদূর এগিয়ে যাওয়া হয়েছিল।জেলা পরিষদের মাঠ থেকে এবার স্বাধীন ক্লাবের মাঠে করার সিদ্ধান্ত হয়েছিল।কেননা মেলা অনেক বড় করার পরিকল্পনা ছিল। ওই সংস্থা মাঠে কাজ করতে এসে বাঁধাপ্রাপ্ত হয়েছে।তাদের কতিপয় দুষ্কৃতী হুমকি দিয়েছে।ওরা কাজ বন্ধ করে চলে যায় তাই সমস্ত দিক বিবেচনা করে রাসমেলা বন্ধ করার কথা মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল।কিন্তু কারা হুমকি দিয়েছে? কেন দিয়েছে? এ ব্যাপারে তাদের কাছে পরিস্কার কোন তথ্য নেই।এ ব্যাপারে পুলিশে জানানো হয়েছে।
তিনি আর ও বলেন,এবার স্বাধীন ভারত ক্লাবের মাঠে হচ্ছেনা।দুর্গাবাড়ির পাশেই জেলা পরিষদের হাটে এই রাস উৎসব হচ্ছে।

এদিকে এবার রাসমেলা না হওয়ায় কারনে হতাশ হয়েছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা।শেষপর্যন্ত আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান, বিধায়ক,দুর্গাবাড়ি পুজো কমিটি আজ এক বৈঠকের পর রাস উৎসব হচ্ছে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছে।এ ব্যাপারে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন কোন গোষ্ঠীকোন্দল নেই।বড় করে স্বাধীন ভারত ক্লাবের মাঠে করার কথা ছিল।তা হচ্ছেনা।যে এজেন্সি দায়িত্ব নিয়েছিল তারা শেষমূহুর্তে বলেছে কর‍্তে পারবে না।তাই অচলাবস্থা তৈরি হয়েছিল। এখন আমরা মিটিং করে সিদ্ধান্ত দুর্গাবাড়ির পাশেই জেলা পরিষদের মাঠে এটা হচ্ছে।এই রাস আলিপুরদুয়ারের মানুষের আবেগ রয়েছে।তাই এবার এটা হচ্ছেই।
আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাস উৎসব ৭৭ বছরের প্রাচীন।শেষ পর্যন্ত আলিপুরদুয়ারের মানুষের আবেগ দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here