গোপন সূত্রে খবর পেয়ে ৫৯৮ বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার, চারচাকা গাড়ি আটক
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে প্রায় ৫৯৮ বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। একই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে নিষিদ্ধ কাফসিরাপ পাচারের খবর পায় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। খবর পেয়েই সাদা পোশাকে পুলিশ বিভিন্ন এলাকায় ওত পেতে বসে। রাত সাড়ে নয়টা নাগাদ প্রানসাগর দিক থেকে আসা একটি চারচাকা গাড়িকে আটকানোর চেষ্টা করে পুলিশ।
অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে পাচারকারীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ গাড়ির পিছু ধাওয়া শুরু করে। শেষ পর্যন্ত বিরানই এলাকায় গাড়িটি ছেড়ে পাচারকারীরা পালিয়ে যায়।
পুলিশ সেখানে পৌঁছে গাড়িটির তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফসিরাপ—সংখ্যায় মোট ৫৯৮ বোতল।
কারা এই গাড়ি ব্যবহার করছিল? পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত?—এসব খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।


















