শিলিগুড়ি:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে শিলিগুড়ি পুরনিগমের ২৫নং ওয়ার্ডের মিলনপল্লী এলাকার PNT কোয়াটার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মহিলাকে গ্রেপ্তার করলো।দুই মহিলার নাম শাহানা বেগম এবং ময়না খাতুন।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুজনই মাটিগাড়া এলাকার পাকিস্তান বস্তি তথা বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা।প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই দুই মহিলা ওই এলাকায় বাউন সুগার দিতে এসেছিল।ACP শান্তুনু তালুকদারের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।