গোপন সুত্রের খবরের ভিত্তিতে দুটি নাবালিকের বিয়ে আটকে দিলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ সুত্রে জানাজায় আগামী ৪ ই মার্চ কালিয়াগঞ্জ পুরসভার ১৫ নম্বার ওয়ার্ডের ডাকবাংলা রোড় এলাকার একটি রেল কলোনী ও অপরটি ঠেলা পট্টি এলাকায় নাবালিকার বিয়ে হবার কথা ছিলো।ইতিমধ্যেই সব ধরণের প্রস্তুতি করে ফেলেছিলো নাবালিকার পরিবারের লোকেরা।চাইল্ড লাইনের অভিযোগে ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শনিবার দুটি নাবালিকার বাড়িয়ে গিয়ে বিয়ে আটকে দেয়।ঘটনার খবর জানতে পেরে ছুটে আসেন ওয়ার্ডের কাউন্সিলার তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা। কি কারণে বিয়ে আটকানো হলো তা যেমন বোঝানো হয় পাশাপাশি নাবালিকার বিয়ে দিলে কি ক্ষতিকর তাও বোঝায় পুলিশ আধিকারি ও পুরপ্রধান নাবালিকার পরিবার দুটিকে। পাশাপাশি দুটি পরিবারের কাছে মুচলেকা নেওয়া হয় নাবালিকার দুইজনের ১৮ বছর না হলে বিয়ে দিবে।তাদের রায়গঞ্জের কর্নজোয়ায় অবস্থিত চাইল্ড লাইন অফিসে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়।যদি তারা সরকারি আইন না মানে তালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে নাবালিকার পরিবারকে জানানো হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গোপন সুত্রের খবরের ভিত্তিতে দুটি নাবালিকের বিয়ে আটকে দিলো উত্তর দিনাজপুর জেলার...