গোখরোর ছোবলে শিশু কন্যার মৃত্যু পতিরামে, আম কুড়োতে গিয়েই বিপত্তি

0
1027

গোখরোর ছোবলে শিশু কন্যার মৃত্যু পতিরামে, আম কুড়োতে গিয়েই  বিপত্তি

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৯ এপ্রিল–––   আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক শিশু কন্যার । বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার পার পতিরাম এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে মৃত শিশুটির নাম গুঞ্জন চৌধুরী । ৭ বছর বয়সী শিশু কন্যার এমন আকস্মিক  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে । 
 জানাগেছে, এদিন সকালে বাড়ির পাশেই একটি  খোলা জায়গায় আম কুড়াতে গিয়েছিল শিশুটি । সেই সময় তার পায়ে গোখরোর ছোবল পড়ে । প্রথমে বিষয়টি বুঝতে না পারায় বাড়ির লোকেদের জানায় শিশুটি। খোঁজাখুঁজি শুরু করতেই এলাকা থেকে উদ্ধার করা হয় বিষধর ওই গোখরো কে। আর যারপরেই বিষয়টি পরিষ্কার হয় পরিবারের লোকেদের কাছে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট গুঞ্জন । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । 
স্থানীয় এক বাসিন্দা জানান, সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুটির। 
পতিরাম থানার পুলিশ জানিয়েছেন, মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here