আলিপুরদুয়ারঃ উত্তরের চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা গেট মিটিং করল তৃণমূলের চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। আগামী ২৭ মে ওবধি চলবে এই গেট মিটিং । দাবি না মানলে জুন মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন । বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার মালঙ্গী,বীচ,দলসিংপাড়া,চুয়াপাড়া,ডীমা,ভাতখাওয়া, মধু ,তাসাটি সহ বিভিন্ন চা বাগানে এক ঘণ্টা গেট মিটিং আয়োজিত হয়।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান শ্রমমন্ত্রী চা শ্রমিকদের ১৮ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করেছে কিন্ত মালিকপক্ষ এই বর্ধিত বেতন দিতে ইচ্ছুক নয় তারা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে আমাদের দাবি শীঘ্র চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। তিনি আরো জানান আগামী তিনদিন গেট মিটিং হবে তার পরেও চা বাগান মালিকপক্ষ দাবি না মানলে আমরা জুন মাস থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে সামিল হব।