শীতল চক্রবর্তী তপন 28জুলাই দক্ষিণ দিনাজপুর:-পুকুর থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার রামনগর এলাকায়।খুনের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। তদন্তে পুলিশ। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম তিথি সরকার, তানিয়া নামেই চেনেন এলাকাবাসী ।

স্থানীয়দের অভিযোগ খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ওই গৃহবধূকে।ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করদহ তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।

মৃতের স্বামী শশুর বাড়ির লোকজনদের বিরুদধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।মৃতের এলাকাবাসীরাও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন।পুলিশ জানিয়েছেন, অভিযুক্তদের খুব তাড়াতাড়ি ধরো গ্রেফতার করা হবে।মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ





















