আলিপুরদুয়ার:-শুক্রবার গভীর রাতে আসাম বাংলা সীমানায় রুটিন নাকা চেকিংয়ের সময় আসাম থেকে নিয়ে আসার পথে একটি পিকআপ ভর্তি অবৈধ মদ বাজেয়াপ্ত করলো কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। গো খাদ্যের আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মদ।

গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ আসামের বরপেটার তিন বাসিন্দা কে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে , আসামের বরপেটা থেকে ওই গাড়ি ভর্তি অবৈধ মদ আলিপুরদুয়ার নিয়ে যাচ্ছিল তারা। এর বেশি কিছু জানে না তারা।বাজেয়াপ্ত মদের বাজার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে ।আসাম বাংলা সীমান্তে পশ্চিমবঙ্গ পুলিশ যে সর্বদা সতর্ক এই ঘটনা তারই প্রমাণ।