গাড়ির আবদার অপূর্ণ, ঘরের ভিতর ফাঁস! হিলিতে আইটিআই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গ্রাম
বালুরঘাট, ১৫ নভেম্বর —- চারচাকা গাড়ি কেনার ইচ্ছা পূরণ না হওয়ায় প্রাণ হারালেন মাত্র ২২ বছরের এক যুবক। হিলি থানার ত্রিমোহিনী এলাকার কিসমতদাপট গ্রামে আইটিআই ছাত্র সুদীপ্ত চক্রবর্তীর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই গাড়ি চেয়ে বাবা–মায়ের উপর চাপ দিচ্ছিল সুদীপ্ত। শুক্রবার আবারও সে দাবি তোলে। পরিবার তাকে কয়েকদিন অপেক্ষা করতে বললে বাড়িতেই তৈরি হয় অশান্তি। ক্ষোভে-অভিমানে মা–বাবা বাইরে থাকতেই ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।
স্থানীয়রা দরজা ভেঙে উদ্ধার করে দ্রুত বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শনিবার বালুরঘাট মর্গে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মৃতের আত্মীয় আনন্দ মহন্ত চোখের জল সামলে বলেন, “ভাই অনেকদিন ধরেই গাড়ি চাইছিল। না মেলাতেই সে এমন পথ বেছে নিল!”
এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। কেন এমন সিদ্ধান্ত—তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। পরিবারের এক সদস্যের কথায়, “এক মুহূর্তের রাগে সব শেষ হয়ে গেল!” ঘটনায় দিশেহারা পরিবার, স্তম্ভিত গোটা গ্রাম।




















