গাজোলে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো

0
427

মালদা , ১৮ ডিসেম্বর:—– গাজোলে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। গ্রামের গৃহস্থের বাড়িতে এসেই বেশ কিছুদিন ধরেই এই বনবিড়াল হাঁস , মুরগি ধরতে আক্রমণ চালাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এনিয়ে বনবিড়ালের আতঙ্কের ছড়িয়ে ছিলো গাজোল থানার হরিদাস গ্রামে । শনিবার ভোরে স্থানীয় গ্রামবাসীদের তাড়া খেয়ে কুয়োর মধ্যে পড়ে যায় বনবিড়ালটি। এরপরই খবর পেয়ে বন্যপ্রাণী সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই এলাকায় ছুটি আসে। দীর্ঘ চেষ্টার পর বনবিড়ালটিকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোলের বনদপ্তরের কর্মীরা। তাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করে আদিনা ফরেস্টে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বনদপ্তরের কর্মীরা।


এই বনবিড়াল উদ্ধারকারী ওয়ার্ল্ড লাইফের সঙ্গে যুক্ত এক সদস্য জয়ন্ত চক্রবর্তী বলেন , কয়েকদিন ধরেই গাজোলের হরিদাস গ্রামে একটি বন্যপ্রাণীর আতঙ্ক ছড়িয়ে ছিল । আকৃতিতে অনেকটাই বড় এই বনবিড়ালকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে ছিল। কারণ জঙ্গল থেকে খাবারের উদ্দেশ্যেই গৃহস্থের বাড়িতে হাঁস-মুরগি ধরতেই ঢুকে পড়েছিল। এদিন ভোরে গ্রামবাসীদের তাড়া খেয়ে বনবিড়ালটি একটি কুয়োর মধ্যে পড়ে যায় । খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, তারপর সেটিকে উদ্ধার করা হয়।

গাজোল বনদপ্তরের এক কর্মী তাপসী বিশ্বাস জানিয়েছেন, ওই বনবিড়ালটির সামান্য চোট রয়েছে । সেটিকে উদ্ধারের পর চিকিৎসা করে আদিনা ফরেস্টে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের বনবিড়াল বিলুপ্ত প্রজাতির বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here