গাজলের মাছ ব্যবসায়ী বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার তদন্তে সিআইডি
মালদা,
থরে থরে সাজানো ৫০০ ও ২ হাজারের নোট! মালদহে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। রবিবার সেই ছবি দেখে কার্যত চক্ষচড়ক গাছ। কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কী?
সূত্র মারফত খবর পেয়ে আজ সকালে মালদহের গাঁজলে হানা দেয় সিআইডি । টাকা গুনতে আনা হয়েছে মেশিন। উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা। এখনও চলছে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোথা থেকে এল এত টাকা? তদন্ত শুরু করেছে সিআইডি। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা এমনটাও দাবি করেছেন সিআইডি আধিকারিকরা।
সিআইডি সূত্রে দাবি, সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হন ব্যবসায়ীর আত্মীয়, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওম গুপ্ত। নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল পাচারের সঙ্গে ব্যবসায়ীর যোগ রয়েছে বলে সন্দেহসিআইডির।