গঙ্গারামপুর,২৯ মে : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুজন মার্ডি (২২)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুর থানার সহনালি এলাকায়।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার সহনালি গ্রামের যুবক সুজন মার্ডি। সোমবার পরিবারের লোকজন ধান কাটতে মাঠে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল সুজন। বাড়ি কেউ না থাকায় সেসময় সুজন নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশি অপর এক যুবক সুজন ডাকতে বাড়িতে আসে। সে সময় দেখতে পায় ঘর বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকির পর সুজন উত্তর না নেওয়ায় জানালা দিয়ে উঁকি মারতে ঘরের ভেতর সুজনের ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনায় পরিবার সহ আশপাশের লোকজন ছুটে আসেন। কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তপন সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে তদন্ত শুরু করেছে।