গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ভোলানাথপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম জয়শ্রী রায়(২৪) বছর বাড়ি গঙ্গারামপুর থানার ভোলনাথপুর এলাকায়। শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে তড়িঘড়ি করে তাকে নিয়ে আসায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে মৃত গৃহবধুর মা ও স্বামী জানিয়েছেন আমরা মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি কেন যে এমন করলো এখনো আমাদের অজানা ।