গঙ্গারামপুর,৯ অক্টোবর : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক।পুলিশ জানিয়েছে মৃতের নাম বিক্রম দাস (২৫)। বাড়ি জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর এলাকায়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সহ এলাকা জুড়ে।
জানা গিয়েছে এদিন রাত্রে খাওয়া দাওয়া করে। নিজের ঘরে ঘুমোতে চলে যায় ওই যুবক। সকলে ডাকাডাকি করলেও সারা না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। ঘটনায় হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তাপস দাস জানিয়েছেন কেনো যে ও এমন করলো আমারা বুঝতে পারছি না।
এমন ঘটনার খবর পেতে ছুটে আসে স্থানীয় তৃণমূল নেতা এমাজ উদ্দিন মিয়া। তিনি ওই পরিবারের পাশে দাঁড়িয়ে জানান ঘটনায় আমরা মর্মাহত আমরা সকলে এই পরিবারের পাশে আছি।
গঙ্গারামপুর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।