গলা ফাঁস লাগিয়ে মৃত্যুর হলো কলেজ পড়ুয়া এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ধুমসাদীঘি এলাকায়।
জানা যায় গত কাল রাত্রিবেলা পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়া করার পর নিজের ঘরের ঘুমানোর জন্য গিয়েছিল। শুক্রবার সকাল বেলা তার বাবা ছেলেকে ডাকলে সে কোন সাড়াশব্দ দেয়নি। বাজার করে এসে আবারো ডাকার পরে ও কোন সাড়া শব্দ পাইনি । তারপর বাবা পার্শ্ববর্তী লোকজনকে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে ছেলে ফেনের সঙ্গে গলার গলায় ফাঁস দিয়েছে। বংশীহারী থানার পুলিশকে খবর দেওয়ার পরে বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। ঢাকাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহকে ময়না তদন্ত শুরু করেছে। মৃতই কলেজ পড়ুয়া যুবকের নাম রানা সরকার (19) পিতা রবীন্দ্রনাথ সরকার বাড়ি ধুমসাদীঘি এলাকায়। বুনিয়াদপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল এই যুবক। পরিবার ও এলাকাবাসীরা এখনো বুঝতে পারেননি কি কারনে এই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে এক এলাকাবাসী রাজীব তরফদার জানিয়েছেন নিজের ঘরে ফ্যানের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এই যুবক। তবে কি কারণে এরকম ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে সকলেই অধরা।