শীতল চক্রবর্তী,বংশীহারী,11 ডিসেম্বর,দক্ষিণ দিনাজপুর:-গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল বছর 50 এর এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত তিন নাম্বার এলাহাবাদ অঞ্চলের কুল পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মাইনুদ্দিন আহম্মেদ বয়েস 50 । বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত তিন নাম্বার অঞ্চলের কুল পাড়া এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা হলেন। এলাকার লোক সূত্রে খবর সম্ভবত ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।
এ বিষয়ে মৃতের এক আত্মীয় আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন সকাল বেলার খবর পেলাম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আমার কাকা। বাড়িতে কেউ ছিল না। কিন্তু কী কারণে কেনই বা করেছে সেটা জানিনা। সম্ভবত ঋণ এর দেয় হয়তো আত্মহত্যা করেছেন।